কক্সবাজারে ডাকাতের হামলায় স্থানীয় কণ্ঠশিল্পী নিহত
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতের হামলায় জনি দে রাজ (২০) নামে এক স্থানীয় কণ্ঠশিল্পী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত যুবক কক্সবাজার জেলার ঈদগড় ইউনিয়নের পূর্বরাজঘাট এলাকার তপন দে’র পুত্র।
ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন জানান, জনি দে একজন উদীয়মান ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ছিলেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ‘ঈদগাঁও স্টেশন থেকে ঈদগড় যাওয়ার পথে হিমছড়ি ঢালায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা ডাকাতদলের কবলে পড়েন। সে সময় ডাকাতদের মারধরে জনি দে মারা যান।’
‘তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ গ্রামীণ সড়কটির দুই পাশেই গভীর পাহাড়। লুটপাট ও হামলা চালিয়ে ডাকাতেরা দ্রুত পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। তারা অন্য যাত্রীদেরও মারধর করে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
Comments