ধর্ষণ মামলায় রাজারবাগ পুলিশ লাইনস থেকে কনস্টেবল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় রাজারবাগ পুলিশ লাইনস থেকে এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সকালে গ্রেপ্তারের পর দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
অভিযুক্ত আব্দুল কুদ্দুস নয়নের (৩৫) বাড়ি ভোলার চরফ্যাশনের উত্তর চরমঙ্গল এলাকায়।
মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুখ দ্য ডেইলি স্টারকে বলেন, ধর্ষণের অভিযোগ করা তরুণী সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন। কাজের সূত্রে কনস্টেবল নয়নের সঙ্গে তার কয়েক বছর আগে পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তারা স্থানীয় মসজিদের এক ইমামকে ডেকে এনে বিয়ে করে। কিন্তু তাদের কোন কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নেই।
সম্প্রতি তাদের মধ্যে কলহ দেখা দেয়। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে বুধবার রাতে ওই তরুণী থানায় এসে মামলা করেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় রাজারবাগ পুলিশ লাইনস থেকে নয়নকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা হবে।’
Comments