আজও শাহবাগে চলছে ধর্ষণবিরোধী বিক্ষোভ
সারাদেশে নারী নিপীড়ন ও ধর্ষণের বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগে বিক্ষোভ চলছে।
আজ বৃহস্পতিবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণজমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ একাধিক প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে সারাদেশে ধর্ষণ প্রতিরোধে ‘ব্যর্থ’ হওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়। ধর্ষণবিরোধী কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদও জানিয়েছেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলের মাধ্যমে সমাবেশ শেষ হওয়ার কথা আছে।
আগামীকাল ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন বামপন্থী ছাত্রসংগঠনের নেতারা। রাজধানীর শাহবাগে বিকাল থেকে ওই সমাবেশ শুরু হবে বলে জানা গেছে।
পাশাপাশি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন সংগঠন ছাত্র অধিকার পরিষদও শুক্রবার বিকাল ৪টায় ধর্ষণবিরোধী সমাবেশের ডাক দিয়েছে।
Comments