পটুয়াখালীতে ২ কোটি টাকা ঘুষ নেওয়া শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর দশমিনা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা (সহকারী শিক্ষা কর্মকর্তা) মো. জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মো. জাহিদ হোসেন

শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর দশমিনা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা (সহকারী শিক্ষা কর্মকর্তা) মো. জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সদ্য জাতীয়করণ হওয়া দশমিনা উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩ জন শিক্ষকের বকেয়া বেতন-ভাতা থেকে ব্যাংক চেকের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল জাহিদ হোসেনের বিরুদ্ধে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি দল তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করেছে।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত আদেশে জাহিদকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়, দশমিনা উপজেলায় কর্মরত অবস্থায় জাহিদের বিরুদ্ধে শিক্ষকদের বাকেয়া বেতন-বিল থেকে ও প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়ার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) যুগ্ম সচিব ড. উত্তম দাশের নেতৃত্বে তদন্ত কমিটিতে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এবং স্টোর অফিসার গিয়াস উদ্দিন। গত ২৭ সেপ্টেম্বর তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

Comments

The Daily Star  | English

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

1h ago