কুমিল্লায় ধর্ষণ মামলায় যুবলীগ নেতা কারাগারে
কুমিল্লার হোমনায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতা মো. এনামুল হক রিপন সরকারকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মো. এনামুল হক রিপন সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাঞ্ছারামপুরের বাসিন্দা।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কয়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, হোমনা থানার এক নারী রিপনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে তিন মাস ধরে ধর্ষণ ও অশ্লীল দৃশ্য ভিডিও ধারণের হুমকির অভিযোগ এনে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে রিপনের বিরুদ্ধে প্রায় তিন মাস হোমনায় বাসা ভাড়া নিয়ে ওই নারীর সঙ্গে বসবাসের সত্যতা পাওয়া যায়।
পরে, হোমনা থানার উপপরিদর্শক মো. আশেকুল ইসলামের নেতৃত্বে বুধবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মুছা মার্কেট থেকে রিপনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
বাঞ্ছারামপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলার ভাইসচেয়ারম্যান সাইদুল ইসলাম ভুইয়া বকুল জানান, রিপনের বিরুদ্ধে মামলার বিষয়ে আমরা শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত জেনে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
Comments