ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ শিশুকে বাড়ি পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন
বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার নাবালক শিশুকে বৃহস্পতিবার রাতের মধ্যেই অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইতোমধ্যে জেলা প্রশাসন এ আদেশ বাস্তবায়নও করেছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাইকোর্টের নির্দেশে বরিশালের শিশু আদালতের বিচারক আবু শামীম আজাদ ওই চার শিশুর জামিনের আদেশ দেন। জামিনের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়েজুল হক ফয়েজ।
জেলা প্রশাসক জানান, আদালতের আদেশ বাস্তবায়নে রাত ১০টার পরে বরিশালের শিশু আদালতের বিচারক চার শিশুর জামিন দেন। রাতেই যশোর জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে পুলের হাট শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে বরিশালে এনে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়।
আদালত ও বরিশাল কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ওই চার শিশুর মুক্তির আদেশ বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হলে কারা কর্তৃপক্ষ যশোরের পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের সই করা ওই চার শিশুর মুক্তির আদেশনামা মেইলের মাধ্যমে যশোরেরে পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালকের কাছে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে এক কন্যা শিশু চার ছেলে শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। এরপর কন্যা শিশুর বাবা গত ৬ অক্টোবর বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ নাবালক শিশুকে গ্রেপ্তার করে ৭ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়। আদালত ওই শিশুদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া শিশুদের বয়স ৯-১১ বছর।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ৪ অক্টোবর তার ৬ বছর বয়সী কন্যা শিশুটিকে খেলার ছলে ধর্ষণ করে অভিযুক্ত চার শিশু। এদিকে চার শিশুর গ্রেপ্তার হওয়ার ঘটনায় আলোচনার সৃষ্টি হলে হাইকোর্ট গতকাল রাতেই শিশুদের বাড়ি পৌঁছানোর আদেশ দেন। আদেশ অনুসারে রাতেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়।
আরও পড়ুন:
ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৪ শিশুকে উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ
Comments