সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৫
সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে (২৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, ওই গৃহবধূর সঙ্গে গত দেড় মাস আগে পরিচয় হয় দুই তরুণের। পরিচয়ের সুবাদে ওই গৃহবধূ তাদের সঙ্গে মাঝেমধ্যে কথা বলতেন। সম্প্রতি বাসা ভাড়া দিতে পারছিলেন না ওই নারী। গত ২৩ সেপ্টেম্বর ওই নারী তাদের কাছে টাকা ধার চায়। পরে তাকে আশুলিয়ার রুস্তমপুরে ডেকে একটি পরিত্যক্ত এলাকায় নিয়ে গিয়ে সাত জন মিলে ধর্ষণ করে এবং এক হাজার টাকা দিয়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর মোবাইল রেখে দেয়। পরে আবারও ওই নারীকে ফোনে ব্ল্যাকমেইল করে মোবাইল দিয়ে দেওয়ার অজুহাতে গত ২৮ সেপ্টেম্বর একই এলাকায় ডেকে নেয়। পরে আবারও তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের পর ভয়ভীতি দেখিয়ে আবারও তাড়িয়ে দেয়।
আব্দুর রশিদ আরও জানান, এরপর প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করলে সম্প্রতি ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানায়। পরে স্বামীর সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি জানালে ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোট সাত জনের নাম জানতে পেরেছে পুলিশ। এ ছাড়া, অজ্ঞাত আরও তিন জন জড়িত আছে বলে প্রাথমিকভাবে ওই নারী তথ্য দিয়েছেন।
Comments