উখিয়ায় মিনিবাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কোটবাজার সংলগ্ন বটতলী এলাকায় সী-লাইন পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দীন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উখিয়া থেকে কক্সবাজার যাওয়ার পথে কোটবাজারের উত্তরে বটতলী নামক স্থানে সী-লাইন পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী-শিশুসহ ১৫ যাত্রী আহত হয়। গাড়িটিতে  ৩০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।’

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটবাজার , উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে। মালিক, চালক ও সহকারীর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

যাত্রীরা জানান, গাড়িটি চালকের পরিবর্তে চালকের সহকারী চালাচ্ছিলেন। চালক পাশে বসা ছিলেন। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে যায়।।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago