দুর্দান্ত লড়াইয়ের পর ফাইনালে জোকোভিচ

প্রথম দুই সেটে দাপট দেখিয়ে সহজেই জিতেছিলেন নোভাক জোকোভিচ। সরাসরি সেটে স্টেফানোস সিৎসিফাসকে হারানোর একদম কাছে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু গ্রিস তারুণ এরপর দেখান ঘুরে দাঁড়নোর দারুণ প্রত্যয়। পরের দুই সেট জিতে সমতায় চলে আসেন তিনি। যদিও অভিজ্ঞ জোকোভিচের কাছে শেষ পর্যন্ত পেরে উঠা হয়নি তার।
শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাতে প্যারিসের রোল্যাঁ গ্যারোঁতে ফরাসি ওপেনের সেমিফাইনালে সাড়ে চার ঘন্টার লড়াইয়ে গ্রিসের সিৎসিফাসকে হারিয়েছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। ম্যাচটি ৬-৩, ৬-২, ৫-৭, ৪-৬, ৬-১ গেমে জিতে ফাইনালে রাফায়েল নাদালের প্রতিপক্ষ হয়েছেন তিনি। রোববার ফাইনালে লড়বেন সময়ের সেরা দুই তারকা।
প্রথম দুই সেটে দাপুটে জয়ের পর তৃতীয় সেটেও এক পর্যায়ে ৫-৪ ব্যবধান ছিল জোকোভিচের। চলে গিয়েছিলেন ম্যাচ জেতার খুব কাছেও। কিন্তু তার খানিকটা ভুলে সুযোগ করে নেন সিৎসিফাস। ২২ বছর বয়েসী এই তরুণ খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে ৭-৫ ব্যবধানে ওই সেট জেতেন। পরের সেটেও উদ্যম নিয়ে জোকাভিচকে কাবু করে ৬-৪ ব্যবধানে জিতে সমতায় আসেন।
তবে সময় যত গড়াচ্ছিল ততই ক্লান্ত হচ্ছিল সিৎসিফাস। এতেই অভিজ্ঞ জোকাভিচের পথ প্রশস্ত হয়ে যায়। পঞ্চম সেটে তাই আর পাত্তা পাননি তিনি। শেষ দানে জোকোভিচ জেতেন সহজে।
Comments