বিয়ে করেছেন শমী কায়সার
বিয়ে করেছেন অভিনেত্রী শমী কায়সার। তার বরের নাম রেজা আমিন সুমন। পেশায় তিনি ব্যবসায়ী।
শমী কায়সারের পারিবারিক সূত্র বিয়ের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিয়ের আগে থেকেই শমী ও সুমনের মধ্যে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব থেকেই ভালো লাগা, পরিণয়ে বিয়ে। তারা বিয়ে করেছেন গত ২৭ সেপ্টেম্বর। ৭ অক্টোবর ছিল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান এবং গতকাল অনুষ্ঠিত হয়েছে রিসেপশন। গতকালের আয়োজনে দুই পরিবারের সদস্য ও কাছের মানুষেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এটি রেজা আমিন সুমনের দ্বিতীয় ও শমী কায়সারের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৯৯ সালে ভারতের পরিচালক রিঙ্গোকে বিয়ে করেন শমী। এরপর ২০০৮ সালে বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরাফাতকে।
Comments