অস্ত্রবিরতিতে সম্মত আর্মেনিয়া-আজারবাইজান

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই সপ্তাহের সংঘর্ষের পর অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। সংঘর্ষে নিহতদের মরদেহ ও বন্দি বিনিময় করতে আজ শনিবার থেকে তারা অস্ত্রবিরতিতে রাজি হয়েছে।
ছবি: রয়টার্স

বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই সপ্তাহের সংঘর্ষের পর অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। সংঘর্ষে নিহতদের মরদেহ ও বন্দি বিনিময় করতে আজ শনিবার থেকে তারা অস্ত্রবিরতিতে রাজি হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর জানায়। মস্কোতে দুই দেশের মধ্যে ১০ ঘণ্টাব্যাপী এক আলোচনার পর আজ দুপুর ১২টা (স্থানীয় সময়) থেকে অস্ত্রবিরতির সিদ্ধান্ত হয়।

দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেন লাভরভ। তিনি বলেন, ‘আর্মেনিয়া ও আজারবাইজান দ্বন্দ্ব নিরসনের বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।’

তিনি এক বিবৃতিতে জানান, ‘অস্ত্রবিরতির সময়ে রেডক্রসের সহায়তায় দুই পক্ষ নিহতদের মরদেহ ও বন্দি বিনিময় করবে।’

বিবৃতিতে বলা হয়, ‘অস্ত্রবিরতির স্পষ্ট শর্তগুলোর বিষয়ে আলাদাভাবে সম্মতি নেওয়া হবে।’

রাশিয়ার শীর্ষ এই কূটনীতিক আরও জানান, আর্মেনিয়া ও আজারবাইজান আঞ্চলিক বিরোধের স্থায়ী সমাধানের উপায় খুঁজতে সম্মত হয়েছে।

‘একটি শান্তিপূর্ণ সমঝোতা অর্জনে আজারবাইজান ও আর্মেনিয়া শিগগির আলোচনা শুরু করবে,’ সাংবাদিকদের বলেন তিনি।

ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসিই এর মধ্যস্থতায় এ আলোচনা হবে বলেও তিনি জানান।

তবে, আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোহরাব নাতসাকানান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জয়হুন বায়রামভ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago