চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৪৮৭ জন, চিকিৎসাধীন ১৭

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্টার ফাইল ছবি

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন চার জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৬৮ জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। পর্যালোচনার পর এর মধ্যে একজনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।

Comments