দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মানিকগঞ্জ পৌরসভায় দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার নয়া-কান্দি এলাকায় ১৯ কোটি টাকা ব্যয়ে দেশের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। বর্তমানে করোনা সংক্রামণের হার শতকরা ১১ শতাংশ। আমাদের আরও কাজ করতে হবে এবং সংক্রমণের হার শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে গত এক সপ্তাহে গড়ে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়। আমাদের লক্ষ্য করোনায় যাতে একজন মানুষেরও মৃত্যু না হয়। ইতোমধ্যেই করোনাভাইরাসের টিকার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। আমাদের সবধরনের প্রস্তুতি আছে।’

আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, অতিরিক্ত সচিব শাহ আলম,জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক নিমাই চন্দ্র পাল, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

এর আগে দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে আয়োজিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ১০টি ইউনিয়নে ২৬০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

Comments

The Daily Star  | English
Metro now connects Uttara with Motijheel

Uttara-Motijheel Metro: 8am-8pm service not before April

Commuters may have to wait until July for service until midnight on the entire Uttara-Motijheel section, hints Metro rail authorities

14m ago