কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বসন্ত তনচংগ্যা দুর্জয় (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি জানান, দুর্জয় পেশায় ভাড়াটে মোটরসাইকেলচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে কারিগরপাড়া বাজার এলাকায় দুর্জয় তার নিজের মোটরসাইকেলে বসে ফোনে কথা বলছিলেন। সে সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
Comments