মাহমুদউল্লাহদের দুইশর নিচে গুটিয়ে দিলেন তাসকিনরা
শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টানলেন ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদউল্লাহ। তাদের ৭৩ রানের জুটি ভাঙার পর আবার খেই হারাল দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশর নিচে গুটিয়ে গেল মাহমুদউল্লাহ একাদশ। নাজমুল একাদশের হয়ে বল হাতে নৈপুণ্য দেখালেন তিন পেসার তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের উদ্বোধনী ম্যাচের মাঝপথে ব্যাকফুটে রয়েছে মাহমুদউল্লাহ একাদশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়েছে তারা। দলটির সাত ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও ফিফটি ছুঁতে পারেন কেবল একজন। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫১ রান।
গেল মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি রাউন্ড মাঠে গড়ানোর পর করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় দেশের সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম। এরপর শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গেল মাসে জৈব সুরক্ষিত বলয়ে শুরু হয় স্কিল ক্যাম্প। অনুশীলন চলাকালীন নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচও খেলে টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় শ্রীলঙ্কা সিরিজ।
তবে ফাঁকা সময়টাকে কাজে লাগাতে নানা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘরোয়া মৌসুম শুরুর আগে তিন দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের এই ম্যাচ দিয়ে সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরেছে দেশে।
দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উদ্বোধন করেন বিসিবি প্রেসিডেন্ট’স কাপ। খেলা শুরুর আগে করোনার কারণে মারা যাওয়া ক্রিকেট ব্যক্তিত্বদের স্মরণে পালন করা হয় এক মিনিটে নীরবতা।
সংক্ষিপ্ত স্কোর:
মাহমুদউল্লাহ একাদশ: ৪৭.৩ ওভারে ১৯৬ (লিটন ১১, নাঈম ৯, মুমিনুল ০, ইমরুল ৪০, মাহমুদউল্লাহ ৫১, নুরুল ১৪, সাব্বির ২২, আমিনুল ৬, আবু হায়দার ১৪*, রকিবুল ১৫, রুবেল ১; তাসকিন ২/৩৭, আল-আমিন ২/৪০, মুকিদুল ২/৪৪, নাঈম ১/৩৯, রিশাদ ০/৩৩, সৌম্য ১/১)।
Comments