বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: আলামত সংগ্রহ করলো পিবিআই
নোয়াখালীর বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতন মামলার আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারী এবং পিবিআই পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একলাশপুর ইউনিয়নে নির্যাতনের শিকার ওই নারীর বাড়িতে যান।
সেখান থেকে মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। এ সময় বাড়ির পাশের খাল এবং পুকুর থেকে আরও কিছু আলামত উদ্ধারের জন্য জাল ফেলে ও ডুবুরি নামানো হয়।
জব্দকৃত আলামতের তালিকা তৈরির পর জেলা পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
গত ২ সেপ্টেম্বর বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি আইন এবং ধর্ষণ মামলায় ওই নারী তিনটি মামলা করেন। এতে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৭-৮ জনে আসামি করা হয়। এ তিন মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments