নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যা, আটক ১
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইলিয়াস হোসেন (৪৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
তবে কেন তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ।
গতকাল রোববার রাতে উপজেলার আদমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস উপজেলার জিওধরা এলাকার মজিবর মিয়ার ছেলে। সে স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার বন্দর সংবাদদাতা হিসেবে কাজ করতো।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রোববার রাত সাড়ে ৮টায় ব্যক্তিগত কাজ শেষে বাসায় যাওয়ার পথে আদমপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন,‘প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী রাতেই এ ঘটনায় তুষার নামে একজনকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ধারালো ছুরি উদ্ধার করা হয়। কেন ইলিয়াসকে হত্যা করেছে এ বিষয়ে এখনও জানা যায়নি। তুষারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
Comments