শ্রীপুরে পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া এলাকায় এক পোশাক শ্রমিক (২৫) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। আজ সোমবার ভোররাতে ভিকটিমের বসতঘরে এ ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত আশরাফুল আলমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ী এলাকার তকুমুদ্দিনের ছেলে।

অপর অভিযুক্ত জাহাঙ্গীর আলম (৩৩) দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের আব্দুল খালেকের ছেলে। অভিযুক্তরা শ্রীপুরের চকপাড়া এলাকার হাজী আব্দুস ছাত্তারের বাড়ির ভাড়াটিয়া।

এ ব্যাপারে শ্রীপুর থানায় দায়ের করা মামলা ও ভিকটিমের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিকটিম চকপাড়া এলাকার একটি পোশাক কারখানার হেলপার হিসেবে কাজ করেন। অভিযুক্তরা ওই শ্রমিককে বিভিন্ন সময় উত্যক্ত করত। অভিযুক্ত আশরাফুল আলম ভিকটিমের পার্শ্ববর্তী কক্ষের ভাড়াটিয়া। রাত সাড়ে ১২টার দিকে ওয়াশরুমের ওপর দিয়ে গ্রিল টপকিয়ে আশরাফুল আলম ভিকটিমের ঘরে ঢোকেন। ভেতরে ঢুকে দরজা খুলে দিলে অপর অভিযুক্ত জাহাঙ্গীর আলমও ঘরে ঢোকেন।

তারা ঘুমন্ত ভিকটিমের মুখ চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে খুন করার হুমকি দিয়ে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়। পরে ঘটনা গোপন রাখার হুমকি দিয়ে রাত সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা বেরিয়ে যায়। ভোরেই বাড়ির অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয়দের জানানো হলে তারা প্রধান অভিযুক্ত আশরাফুল আলমকে আটক করে। অপর অভিযুক্ত পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘অভিযুক্ত আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু করে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

10h ago