রিটের শুনানি পর্যন্ত কুকুর স্থানান্তর নয়, ডিএসসিসিকে হাইকোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কে বেওয়ারিশ কুকুর স্থানান্তর স্থগিত রাখতে বলেছেন হাইকোর্ট।
ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কে বেওয়ারিশ কুকুর স্থানান্তর স্থগিত রাখতে বলেছেন হাইকোর্ট।

এ বিষয়ে করা একটি রিট আবেদনের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্ট আজ সোমবার ডিএসসিসিকে কুকুর স্থানান্তর কার্যক্রম স্থগিত রাখতে বলেন।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এক মাসের জন্য ওই রিট আবেদন শুনানির অপেক্ষায় রেখেছেন।

রিট আবেদনকারীদের আইনজীবী সাকিব মাহবুব দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

আদালত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে রিট আবেদনের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বেওয়ারিশ কুকুর যেন স্থানান্তর না করা হয়, তা নিশ্চিত করতে বলেছেন।

আইনজীবী সাকিব মাহবুব জানান, আজ রিট আবেদনের শুনানির সময় হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ডিএসসিসির কুকুর স্থানান্তর নিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

অ্যাটর্নি জেনারেল জানান, ডিএসসিসির মেয়র এখন দেশের বাইরে আছেন এবং দুসপ্তাহ পর তিনি দেশে ফিরবেন। তিনি এই রিট আবেদনের শুনানি স্থগিতের জন্য হাইকোর্টের কাছে আবেদন করেছেন।

আইনজীবী সাকিব মাহবুব বলেন, এই সময়ের মধ্যে ডিএসসিসি বেওয়ারিশ কুকুরদের স্থানান্তর করার কার্যক্রম অব্যাহত রাখবে না বলে অ্যাটর্নি জেনারেল আদালতকে আশ্বাস দেন। তিনি হাইকোর্টের মৌখিক আদেশ ডিএসসিসি কর্তৃপক্ষকে অবহিত করবেন।

মন্তব্যের জন্য অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান উপস্থিত ছিলেন।

অভিনেত্রী জয়া আহসান এবং প্রাণী কল্যাণ সংস্থা - অভয়ারণ্য ও পিপল ফর এনিমাল ওয়েলফেয়ার গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করেন। আবেদনে রাজধানীর বেওয়ারিশ কুকুর স্থানান্তর করার বিষয়ে ডিএসসিসির কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago