ঢাকা-মাওয়া মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন।
আজ সোমবার বিকাল পৌনে ৪টার দিকে চন্দ্রেরবাড়ি বাজার এলাকায় ঢাকাগামী বসুমতি পরিবহণ ও মাওয়াগামী প্রচেষ্টা পরিবহণের বাসে সংঘর্ষ হয়।
নিহতরা হলেন--লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার হেনা বেগম (৬০) ও বসুমতি পরিবহণের বাসচালক মোহাম্মদ বাদশা (৪৫)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফ আহম্মেদ কবির জানান, বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুতগতির বাস একটি মোড়ে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত হন বসুমতি পরিবহণের যাত্রী। গুরুতর আহত অবস্থায় বসুমতি বাসের চালককে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, বেপরোয়া গতির কারণে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর প্রচেষ্টা বাসের চালক পালিয়ে গেছেন। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Comments