নোয়াখালীতে ৪ টুকরো করে হত্যা, ৬ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ
নোয়াখালীর সুবর্ণচরে নারীকে চার টুকরো করে হত্যার ছয় দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফলে, নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে।
পুলিশের দাবি, তারা ঘটনার রহস্য উদঘাটনে ও খুনের সঙ্গে জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনতে কাজ করছে।
গত ৭ অক্টোবর সকালে সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের মৃত বারেক মিয়ার স্ত্রী নূর জাহান বেগম (৫৫) হাঁসের খাদ্য শামুক খুঁজতে বের হয়ে নিখোঁজ হন। ওই দিন বিকালে জাহাজমারা (চেউয়্যাখালী) গ্রামের একটি ধান খেতে নুর জাহানের মাথা ও শরীরে একটি অংশ উদ্ধার করে পুলিশ। পরের দিন বৃহস্পতিবার দুপুরে একই ধান খেত থেকে তার শরীরের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এক প্রতিবেশী সঙ্গে তার মায়ের টাকা পয়সার লেনদেন নিয়ে পূর্ব শত্রুতা থাকার কথা উল্লেখ করা হয়।
৮ অক্টোবর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, ‘মামলা দায়েরের পর থেকে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জন্য কাজ করে যাচ্ছে।’
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘চার টুকরো করে হত্যা খু্বই জঘন্য ঘটনা। অত্যন্ত ঠাণ্ডা মাথায় এ খুনের ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’
খুব শিগগির এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে তিনি আশাবাদী।
আরও পড়ুন:
নোয়াখালীতে ৪ টুকরো করে হত্যার ঘটনায় মামলা
নোয়াখালীর সুবর্ণচর থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
Comments