'গার্দিওলা নয়, চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছে মেসি'

বর্তমান বিশ্বের সেরা কোচদের তালিকা করলে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে সেখানে রাখতেই হবে। ক্যারিয়ারের প্রায় সব অর্জনই পেয়েছেন এ স্প্যানিশ কোচ। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তার। তার উপর সিটিতে চার মৌসুম কাটালেও এখনও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মুখ দেখেনি দলটি। দুঃসময়ে তার কৌশল নিয়ে সমালোচনা করেছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ফেলিক্স মেগাথ।
ছবি: রয়টার্স

বর্তমান বিশ্বের সেরা কোচদের তালিকা করলে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে সেখানে রাখতেই হবে। ক্যারিয়ারের প্রায় সব অর্জনই পেয়েছেন এ স্প্যানিশ কোচ। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তার। তার উপর সিটিতে চার মৌসুম কাটালেও এখনও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মুখ দেখেনি দলটি। দুঃসময়ে তার কৌশল নিয়ে সমালোচনা করেছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ফেলিক্স মেগাথ।

২০০৮ সালে বার্সেলোনা ফুটবল ক্লাবের দায়িত্ব নিয়ে প্রথমবারেই ট্রেবল জেতেন গার্দিওলা। এরপর আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কারণে তখন থেকেই তার নাম ডাক ছড়িয়ে পড়ে সাড়া বিশ্বে। কিন্তু এ শিরোপা জয়ের মূল কৃতিত্ব গার্দিওলার নয় বলে মনে করেন মেগাথ। বার্সা অধিনায়ক লিওনেল মেসির কারণেই গার্দিওলা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মুখ দেখেছেন বলে জানান এ জার্মান কোচ।

আর মেগাথের মন্তব্যের যুক্তিও অকাট্য। ম্যানচেস্টার সিটিতে চার মৌসুম যাবত কোচের দায়িত্ব পালন করছেন গার্দিওলা। এর আগে বায়ার্নে কাটিয়েছেন তিন মৌসুম। এ দুই ক্লাবে ঘরোয়া শিরোপা জিততে পাড়লেও এ সময়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা অধরা থেকে গেছে তার। তাই তোপটা জায়গা মতো দাগিয়েছেন মেগাথ, 'মেসি এ শিরোপাগুলো জিতেছে, গার্দিওলা নয়। মেসিকে ছাড়া গার্দিওলার কৌশল সে অর্থে কখনোই কার্যকর হয়নি। অন্যথায় সে বায়ার্ন মিউনিখ কিংবা ম্যানচেস্টার সিটির হয়ে অনেক আগেই জিততে পারতো।'

পাশাপাশি গার্দিওলার কৌশল তিকিতাকা ফুটবলের সমালোচনাও করেন মেগাথ। তার মতে দলের খেলোয়াড়রা খুব দক্ষ হলে এটা কার্যকর। অন্যথায় ফলাফল উল্টো হয় বলে মনে করেন তিনি, 'তিকিতাকা তখনই কাজ করে যখন প্রতিপক্ষ থেকে আপনার খেলোয়াড় অনেক বেশি দক্ষ। আমার জন্য বড় ক্লাবগুলোর এর প্রয়োজন নেই। একজন দর্শক হিসেবে, আমার মতে বল ধরে রাখা বিরক্তিকর ফুটবল। গার্দিওলা জিততে গিয়ে উল্টো হেরে যায়। এই কৌশল একটি ভুল পরিকল্পনা। খুব কমই সাফল্য দেয়।'

উল্লেখ্য, সিটির হয়ে কদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকেই গার্দিওলাকে নিয়ে সমালোচনা একটু বেশিই হচ্ছে। ক্যারিয়ারে এবারই প্রথম পাঁচ গোল হজম করেন এ কোচ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago