‘আঁতোয়ান গ্রিজম্যান সহজাত ১০ নম্বর খেলোয়াড় নয়’

শুক্রবার ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে বার্সেলোনা তারকা গ্রিজম্যানকে দেখা গেছে নিষ্প্রভ।
Antoine Griezmann
ছবি: রয়টার্স

আঁতোয়ান গ্রিজম্যান সহজাত ১০ নম্বর খেলোয়াড় নয়, কিন্তু তাকে তবু এই পজিশনে খেলানোয় ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের সমালোচনা করেছেন সাবেক ফরাসী ফুটবলার আলেন গিরেস।

শুক্রবার ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে বার্সেলোনা তারকা গ্রিজম্যানকে দেখা গেছে নিষ্প্রভ।

করোনাভাইরাস পরিস্থিতির মাঝে ১ হাজার দর্শক মাঠে বসে নিজ দলের খেলায় হয়েছেন হতাশ। ম্যাচে বলার সুযোগ একবারই এসেছিল ফ্রান্সের। তবে কিলিয়ান এমবাপের শট দারুণ নৈপুণ্যে আটকে দেন পর্তুগালের গোলরক্ষক রুই প্যাট্রিসিও।

মিডফিল্ড থেকে খেলা তৈরি করার দায়িত্ব যার, সেই গ্রিজম্যান যোগাতে পারেননি কার্যকর  বল। আতলাটিকো মাদ্রিদ থেকে গেল বছর গ্রীষ্মে বার্সেলোনায় যোগ দিয়ে এখনো নিজেকে হারিয়ে যেন খুঁজছেন ২৯ বছর বয়েসী গ্রিজম্যান। সেখানেও তার পজিশন নিয়ে আছে বিস্তর বিতর্ক।

চলমান লা লিগায় এখনো গোলের দেখা পাননি। আন্তর্জাতিক ম্যাচেও তাকে দেখা গেল মলিন।

১৯৮৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী ফ্রান্স দলের সদস্য গিরেজ, ফরাসী গণমাধ্যম লা এনরিকেকে দেওয়া সাক্ষাতকারে এ জন্য দায়ি করেছেন দেশমের সিদ্ধান্তকে,  ‘সমস্যা হলো, গ্রিজম্যান আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আর দিদিয়ের সেটা ফেরানোর চেষ্টা করছে।’

‘তাকে ১০ নম্বরের মতন খেলানো হচ্ছে, কিন্তু গ্রিজম্যান ১০ নম্বর নয়। আমরা বরাবর বলে আসছি যদি কেউ খেলাটা তৈরি করতে পারে, সেটা হওয়া উচিত জিরুড।’

‘আমরা ৪-৪-২ ফরম্যাট নিয়ে কথা বলি, মাঝখানে একটা ডায়মন্ড থাকবে। আমরা জানি এই কৌশলে খেলতে হলে একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করতে হয়।’

‘দেশম গ্রিজম্যানকে জিরুড আর এমবাপের ঠিক পেছনে রেখে ডায়মন্ড বানিয়েছেন। কিন্তু পর্তুগালের বিপক্ষে সে ফলস অফ সেন্টারের মতন খেলেছে। জিরুডকে সে কোন সাহায্য করতে পারেনি।’

‘আর এমবাপে যে ধরণের খেলোয়াড় তার জন্য ফাঁকা জায়গা দরকার।’

বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ফ্রান্স এই কৌশল বদলাবে কীনা তা নিয়ে শঙ্কায় গিরেস। তিনি দায়িত্বে থাকলে গ্রিজম্যানকে কীভাবে খেলাতেন সেই ব্যাখ্যাও দেন এই প্রাক্তন কোচ, ‘আমি জিরুডকে সামনে রাখতাম। এমবাপে থাকত এক পাশে, সেটা ডান বা বাম যাই হোক ব্যাপার না। ডানদিকে আমি ক্লিংস্লে কোম্যানকে দিয়ে ভারসাম্য আনতাম।’

‘সবশেষে আমি গ্রিজম্যানকে জিরুডের সহায়তার কাজে লাগাতাম। কিন্তু একদমই ১০ নম্বর হিসেবে না। আমি তাকে বরং সাড়ে নয় নম্বর পজিশনে রাখতে চাইতাম। আমার ধারণা এটা কাজ করত। কিন্তু আবারও বলছি গ্রিজম্যানের আত্মবিশ্বাস বাড়ানো দরকার।’

 

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

12h ago