করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি পরিকল্পনামন্ত্রী
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান। তিনি জানান, গতকাল সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী। রাতে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে।
‘করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে তার তেমন কোনো সমস্যা নেই। ফুসফুসে সামান্য সংক্রমণ পাওয়া গেছে। উপসর্গ বলতে তিনি খাবারের স্বাদ-গন্ধ পাচ্ছেন না। চিকিৎসকের পরামর্শে বয়স বিবেচনায় মন্ত্রীকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে’, বলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা।
Comments