হাতিরঝিল লেকে যুবকের মরদেহ

‘চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন মেহেদী’

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর হাতিরঝিল লেক থেকে মরদেহ উদ্ধারের পর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃত যুবকের স্বজন পরিচয় শনাক্ত করেন।

আজিজুল ইসলাম মেহেদীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামে। তার বাবার নাম ফখরুল ইসলাম। মেহেদী চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

তার মামাতো ভাই সাফায়েত উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত শনিবার বিকাল ৫টার দিকে মেহেদী চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। চাকরির ইন্টারভিউ ও আরও কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়েছিল। ঢাকায় আসার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিলো। আজ ভোর ৬টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মোবাইল ফোনে আমরাদের একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের কথা জানায়। ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে মরদেহ দেখতে বলে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে বলতে পারি না।’

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুলতানা জাহান বলেন, ‘পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago