করোনাভাইরাসে আক্রান্ত ক্রিস্তিয়ানো রোনালদো

উয়েফা নেশন্স লিগের ম্যাচে আগামীকাল বুধবার সুইডেনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পর্তুগালের। তবে আগে বড় ধাক্কা খেয়েছে দলটি। দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
ronaldo
ফাইল ছবি

উয়েফা নেশন্স লিগের ম্যাচে আগামীকাল বুধবার সুইডেনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পর্তুগালের। তবে আগে বড় ধাক্কা খেয়েছে দলটি। দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (পিএফএফ)।

গত সপ্তাহে করোনাভাইরাস ফের হানা দেয় রোনালদোর ক্লাব জুভেন্টাসে। দুজন সহযোগী স্টাফ কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আইসোলেশনে গিয়েছিল গোটা দল। গিয়েছিলেন রোনালদোও। এছাড়া জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ার পর পর্তুগালের ডিফেন্ডার হোসে ফন্তে ও অ্যান্থনি লোপেজ করোনা আক্রান্ত হন। যদিও তখন নেগেটিভ এসেছিলেন রোনালদো। তবে মঙ্গলবারের পরীক্ষায় পজিটিভ আসেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

করোনাভাইরাসে আক্রান্ত হলেও রোনালদোর শরীরে কোনো প্রকার উপসর্গ দেখা যায়নি। সম্পূর্ণ সুস্থ রয়েছেন এ তারকা। তবে এরমধ্যেই পর্তুগাল জাতীয় দল থেকে আলাদা করে রাখা হয়েছে। স্কোয়াডের সকল সদস্যদের আজই পিসিআর পরীক্ষা নেওয়া হয়। সেখানে রোনালদো ছাড়া দলের বাকি সবার নেগেটিভ এসেছে। ফলে লিসবনে আগামীকাল সুইডেনের বিপক্ষে খেলতে নামছে দলটি।

পিএফএফ তাদের বিবৃতিতে জানিয়েছে, 'জাতীয় দলের সবার কোভিড-১৯ পরীক্ষা করানোর পর পজিটিভ হওয়ায় ক্রিস্তিয়ানো রোনালদোকে জাতীয় দলের ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই সে সুইডেনের বিপক্ষে খেলতে পারছেন না। এ পর্তুগিজ তারকা সুস্থ রয়েছেন। তার কোনো উপসর্গ নেই এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন।'

তবে দলের অন্যান্য সদস্যরা ভালো রয়েছেন বলে জানিয়েছে পিএফএফ, 'পজিটিভ ঘটনার অনুসরণ করে, বাকি খেলোয়াড়রা আজ মঙ্গলবার সকালে নতুন পরীক্ষার মুখোমুখি হয়েছিল, বাকি সবারই নেগেটিভ ফলাফল এসেছে এবং ফার্নান্দো সান্তোসের অধীনে আজ বিকেলে সিডেড ডু ফুটবলে অনুশীলনের জন্য প্রস্তুত রয়েছেন।

এর আগে গত মার্চের শুরুতে কোয়ারেন্টিনে থেকেছেন রোনালদো। জুভেন্টাসের হয়ে খেলতে নামার পরদিন জানতে পারেন সতীর্থ দানিয়েল রুগানি আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। তখন সতর্কতার অংশ হিসেবে স্বেচ্ছায় নিজ বাসভূমি মাদেইরাতে কোয়ারেন্টিনে গিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ তারকা। এরপর ইতালিতে ফিরে আরেক দফা কোয়ারেন্টিনে ছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago