টাঙ্গাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মারা গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারীতে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে তিন বছর বয়সী শিশু হাবিব ও দুই বছর বয়সী সোনিয়া বাড়ির পাশে খেলছিল। এ সময় বাড়ির পাশের ডোবার মধ্যে বেঁধে রাখা নৌকায় উঠতে গিয়ে তারা পানিতে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাদের ডোবায় ভাসতে দেখে পানি থেকে তুলে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিব ও সোনিয়াকে মৃত ঘোষনা করেন।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামান্তা আসমা জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
মৃত হাবিব পোষ্টকামারী গ্রামের মো. শফিকুল মিয়ার ছেলে ও সোনিয়া একই গ্রামের ওহাব আলীর মেয়ে।
Comments