থানচিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর: পর্যটকদের আগামী ৩ দিন না যাওয়ার পরামর্শ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বান্দরবান জেলার থানচিতে সফর উপলক্ষে আগামী ১৪, ১৫ ও ১৬ অক্টোবর পর্যটকদের থানচি ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে থানচি উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল জানান, মন্ত্রী ও মন্ত্রীর সফর সঙ্গীদের আগমন উপলক্ষে ইতিমধ্যে থানচি উপজেলার সকল হোটেল, কটেজের সব রুম বুক করা হয়েছে।
তিনি বলেন, ‘মন্ত্রীর আগমন উপলক্ষে আমরা আগামী তিন দিন সব পর্যটকদের থানচি ভ্রমণে না আসার পরামর্শ দিচ্ছি।’
‘থানচির পর্যটন স্পট রেমাক্রিতেও মন্ত্রীর প্রোগ্রাম উপলক্ষে নৌপথে পর্যটকদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য থাকা ১০০টি নৌকাও মন্ত্রী ও মন্ত্রীর সফর সঙ্গীদের জন্য বুক করা হয়েছে,’ বলে যোগ করেন ইউএনও।
Comments