রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ইউপিডিএফ সদস্য নিহত

Gunfight_New_Logo
স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসিতপন্থী) মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফ’র দুই সদস্য নিহত এবং এক সেনা সদস্য আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার দিকে একজন মেজরের নেতৃত্বে স্পিডবোটযোগে সেনাবাহিনীর একটি টিম বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা এলাকায় অভিযানে যায়। এসময় ইউপিডিএফ সদস্যরা সেনাবাহিনী ওপর অতর্কিতে হামলা চালায়। পরে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ইউপিডিএফ’র দুই সদস্য নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। এ ঘটনায় সেনাবাহিনী সদস্য মো. সাহাবুদ্দীন (২৮) গুলিবিদ্ধ হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে একটি একে ২২ এসএমজি এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ’র দুই সদস্য নিহত হয়েছেন। এসময় একজন সেনা সদস্য আহত হন। তাকে চট্টগ্রামে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি জেলার ইউপিডিএফ সংগঠক অংগ্যা মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যারা নিহত হয়েছেন, তারা আমাদের কর্মী কি না, আমরা এখনো নিশ্চিত নই। যদি তারা আমাদের কর্মী হন, তাহলে বিস্তারিত জেনে পরে বিবৃতি দেব।’

Comments

The Daily Star  | English

Türk concerned over changes in Bangladesh's legislation banning activities of parties

"This [the changes in legislation] unduly restricts the freedoms of association, expression, and assembly," says the UN high commissioner for human rights

51m ago