টপকে যাওয়ার পর রোনালদোকে শ্রদ্ধা জানালেন নেইমার

পেরুর বিপক্ষে অনবদ্য পারফরম্যান্সে ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল সংখ্যা বেড়ে হয়েছে ৬৪টি।
ronaldo and neymar
ছবি: টুইটার

ব্রাজিলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্থানটিতে আর নেই রোনালদো নাজারিও। তাকে পেছনে ঠেলে দিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ফরোয়ার্ড নিজে উঠে এসেছেন দুই নম্বরে।

বুধবার পেরুর মাঠে হ্যাটট্রিক করে কিংবদন্তি রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার পর তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করেছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ২৮ বছর বয়সী তারকা লিখেছেন, ‘ফেনোমেনন, আমার সমস্ত শ্রদ্ধা তোমার প্রতি।’

অনবদ্য পারফরম্যান্সে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল সংখ্যা বেড়ে হয়েছে ৬৪টি। ২০১০ সালে অভিষেকের পর থেকে তিনি ম্যাচ খেলেছেন ১০৩টি। দ্য ফেনোমেনন খ্যাত রোনালদো ৬২ গোল করেছিলেন ৯৮ ম্যাচে। শীর্ষে থাকা পেলের আন্তর্জাতিক গোল ৭৭টি।

নেইমারের কল্যাণে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে সেলেসাওরা। পেরুর বিপক্ষে তার হ্যাটট্রিকের পাশাপাশি জালের ঠিকানা খুঁজে নিয়েছেন রিচার্লিসন। তাতে দুই দফা পিছিয়ে পড়েও ৪-২ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।

ronaldo nazario
ছবি: ইন্সটাগ্রাম

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ পঞ্চমুখ হয়েছে নেইমারের প্রশংসায়। প্রিয় শিষ্যের ম্যাচে ব্যবধান গড়ে দেওয়ার দক্ষতা নিয়ে তিনি বলেছেন, ‘তাকে নিয়ে আমি যেটা বলতে পারি, তা হলো, তার নিজস্ব একটা অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। সে নিজেই তীর, নিজেই ধনুক।’

‘সে এমন একজন খেলোয়াড়, যে সুযোগ তৈরি করে, আবার সুযোগ কাজেও লাগায়। যত সময় গড়াচ্ছে, সে ততই উন্নতি করছে, আরও ভালো করছে। পাশাপাশি সে পরিণতও হচ্ছে।’

তবে পূর্বসূরি কারও সঙ্গে নেইমারের তুলনা টানতে নারাজ তিতে, ‘ব্রাজিলে একসময় ফেনোমেনন রোনালদো ছিল। রিভালদো, রোমারিও, বেবেতোও। তাদের প্রত্যেকের সেরা কিছু মুহূর্ত ছিল। তাছাড়া, সময় পাল্টেছে। তাই এক জনের সঙ্গে আরেক জনের তুলনা করাটা সমীচীন নয়।’

Comments

The Daily Star  | English
dmp cases

33 DMP OCs to be transferred in first phase

At least 33 officers-in-charge (OC) of Dhaka Metropolitan Police are going to be transferred following an Election Commission directive, DMP said today

33m ago