টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইলের ভূঞাপুরে ধর্ষণের দায়ে আসামি মোহাম্মদ নাজমুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন।
Tangail_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের ভূঞাপুরে ধর্ষণের দায়ে আসামি মোহাম্মদ নাজমুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয় ধর্ষণের কারণে জন্ম নেয়া শিশু আসামির পিতৃ পরিচয়ে বড় হবে।

এছাড়াও জেলা ম্যাজিস্ট্রেটকে তার ভরণপোষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে ২০০৮ সালের ৬ ডিসেম্বর নারীকে ধর্ষণ করেন নাজমুল।

পরে ওই নারী অন্তঃসত্ত্বা ও পরে এক শিশু সন্তানের জন্ম দেন। এ ঘটনায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার পর স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন বলে জানান তিনি।

তবে মামলার শুরু থেকেই পলাতক মামলার আসামি নাজমুল।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

20m ago