মহেশখালীতে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, কারাগারে ১
কক্সবাজারের মহেশখালীতে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার মহেশখালী উপজেলা জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আব্বাস উদ্দিনের আদালতে আসামি এবাদ উল্লাহ ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এরপরই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হাই ।
মহেশখালী থানা পুলিশ জানায়, নবম শ্রেণির ওই শিক্ষার্থী গত রবিবার রাতে স্থানীয় নুরুল হাকিম ও তার বন্ধুদের কাছে ধর্ষণের শিকার হন। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটির পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করে আসামিরা। পরে এলাকাবাসী কৌশলে আসামি এবাদ উল্লাহকে আটক করে পুলিশে দেয়।
মহেশখালী থানা পরিদর্শক (তদন্ত) ও এই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল কবির, এ ঘটনায় তিন জনকে আসামি করে স্কুলশিক্ষার্থীর মা মহেশখালী থানায় মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Comments