নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৬ জেলেকে অর্থদণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার ও পরিবহন করায় ছয় জনকে চার হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্টার অনলাইন গ্রাফিক্স

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ইলিশ মাছ শিকার ও পরিবহন করায় ছয় জনকে চার হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলেদের আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার সালাম।

জানা যায়, বুধবার সকালে হাতিয়া উপজেলার চরঘাসিয়া গ্রামের তিন জেলেকে ইলিশ মাছ পরিবহনের সময় উপজেলার আফাজিয়া বাজারে আটক করে নৌ পুলিশ। একই দিন কোস্টগার্ড উপজেলার তমরুদ্দি এলাকার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে তল্লাশি চালিয়ে ইলিশ মাছসহ তিন জনকে আটক করে। পরে তাদের হাতিয়া উপজেলা কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার সালামের আদালতে হাজির করা হলে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন হাতিয়া নৌ পুলিশ ও হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইলিশের প্রজনন মৌসুমে কোনো অবস্থাতেই নদীতে ইলিশ শিকার ও পরিবহন করতে দেওয়া হবে না। এ সময়ে জেলেদের সরকারের পক্ষ থেকে সহযোগিতাও করা হচ্ছে।’

উল্লেখ্য, ইলিশ মাছের প্রজনন মৌসুম হওয়ায় সরকার হাতিয়াসহ উপকূলীয় ২০ জেলার নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর এই ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ নিষিদ্ধ করেছে।

Comments