হবিগঞ্জে দুর্বৃত্তের হামলায় নিহত ১
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাষ্টু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
গতকাল রাত ১০টার দিকে উপজেলার পূর্ব মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাষ্টু মিয়া ওই এলাকার গুণী মিয়ার ছেলে। গুণী মিয়া অভিযোগ করেছেন, ১০ গত অক্টোবর মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আশঙ্কাজনক অবস্থায় রাষ্টু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Comments