সন্তান হত্যার অভিযোগে মা-সহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহে সন্তান হত্যার অভিযোগে মা-সহ আরও চার জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার ভোরে তাদের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহে সন্তান হত্যার অভিযোগে মা-সহ আরও চার জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার ভোরে তাদের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, গত ১১ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার নামাপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মো. পারভেজ মিয়া (১৫) নামে নবম শ্রেণির স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। র‌্যাব- এর একটি দল এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে পারভেজ হত্যা মামলার আসামি রোজিনা আক্তার (৩০), এমদাদুল হক (৩৮), মো. গনি (৪৫), সুলতান উদ্দিন (৪০), রুহুল আমিন (৫৮) কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পারভেজ তার মা রোজিনা আক্তার ও আসামি এমদাদুল হকের মধ্যে সম্পর্কের কথা জেনে যাওয়ায় তাকে হত্যা করা হয়।

গ্রেপ্তারকৃতদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

2h ago