শীর্ষ খবর

‘দলীয় প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন চায় কমিশন’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, দেশের যে কোনো স্থানে যে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ করতে অত্যন্ত সচেতন নির্বাচন কমিশন। দলীয় প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন চায় কমিশন।
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, দেশের যে কোনো স্থানে যে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ করতে অত্যন্ত সচেতন নির্বাচন কমিশন। দলীয় প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন চায় কমিশন।

আজ বৃহস্পতির দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে আসন্ন দাউদকান্দি উপজেলা পরিষদ ও বরুড়া উপজেলার আদ্রা ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলেন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সভা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচনে কারচুপির সুযোগ দেওয়া হবে না। কেউ কারচুপির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই উপজেলার নির্বাচনে সূক্ষ্ম নজর থাকবে কমিশনের।’

পরে বিকেলে নির্বাচন কমিশনার দাউদকান্দি পাইলট স্কুলে নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, কুমিল্লা জেলা পুলিশ সুপার নুরুল ইসলামসহ নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

53m ago