পুকুর ভরাট করায় ইউপি চেয়ারম্যানকে ৩ লাখ টাকা জরিমানা
পুকুর ভরাট করার দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ চট্টগ্রামের খুলশীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজীজকে জরিমানা করা হয়। এ ছাড়াও আরও দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, ছলিমপুর ইউনিয়নে পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টা করায় চেয়ারম্যানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে কক্সবাজারের এবিএম ব্রিকসকে ছাড়পত্র নবায়ন না করায় এক লাখ টাকা ও রাঙ্গামাটির জেলার বেতবুনিয়ায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
Comments