করোনাভাইরাস

মৃত্যু ১০ লাখ ৯৭ হাজার, আক্রান্ত ৩ কোটি সাড়ে ৮৮ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১০ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তিন কোটি সাড়ে ৮৮ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন দুই কোটি ৬৮ লাখের বেশি মানুষ।
মেক্সিকোতে করোনা পরীক্ষার জন্য এক শিশুর নমুনা সংগ্রহ করা হচ্ছে। ১৫ অক্টোবর ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে ১০ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তিন কোটি সাড়ে ৮৮ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন দুই কোটি ৬৮ লাখের বেশি মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৮৮ লাখ ৫১ হাজার ৩৫৮ জন এবং মারা গেছেন ১০ লাখ ৯৭ হাজার ২৭৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৯১৩ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৭৯ হাজার ৪৪৮ জন এবং মারা গেছেন দুই লাখ ১৭ হাজার ৬৮৩ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৬৯ হাজার ৩৮৬ জন, মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৬০ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২৬ হাজার ৩৯৩ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮ জন, মারা গেছেন এক লাখ ১২ হাজার ১৬১ জন এবং সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৫৩ হাজার ৭৭৯ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৫ হাজার ২৮৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আট লাখ ৩৪ হাজার ৯১০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত লাখ সাত হাজার ৬৩১ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯০৫ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত তিন লাখ ৮৪ হাজার ৫৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন পাঁচ হাজার ৬০৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন দুই লাখ ৯৯ হাজার ২২৯ জন।

Comments

The Daily Star  | English

Labour Issues: Govt, businesses play down prospects of US trade penalties

The government and business leaders have played down the significance of the diplomatic note from the Bangladesh embassy in Washington DC to the commerce ministry about possible measures like trade penalties and visa restrictions over labour issues.

14h ago