কঠিন হচ্ছে দুবাই ভ্রমণ
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ কঠিন করেছে দুবাই। নতুন করে আরোপ করা শর্ত পূরণ করার পরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের নাগরিকরা দুবাইয়ে প্রবেশ করতে পারবেন।
দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাঁচটি দেশের যাত্রীদের অবশ্যই রাউন্ড টিকিট নিয়ে আসতে হবে। কেবলমাত্র তাহলেই তারা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর পার হওয়ার অনুমতি পাবেন। কোনো যাত্রীর রাউন্ড টিকিট না থাকলে তিনি যে দেশ থেকে এসেছেন তাকে সে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
Comments