পদ্মায় প্রাণে বাঁচলো ৩০০ যাত্রী

মুন্সিগঞ্জে পদ্মায় ডুবতে বসা একটি লঞ্চ থেকে তিন শ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এমভি মালেক দরবেশ-১ নামে লঞ্চটি শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দি যাচ্ছিল।
Coast_Guard_16Oct20.jpg
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে পদ্মায় ডুবতে বসা একটি লঞ্চ থেকে তিন শ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এমভি মালেক দরবেশ-১ নামে লঞ্চটি শিমুলিয়াঘাট থেকে শরীয়তপুরের মাঝিরকান্দি যাচ্ছিল।

আজ শুক্রবার সকালে জাজিরা পয়েন্টে পদ্মাসেতুর পিলারের কাছে এ ঘটনা ঘটে। দুপুরে মাওয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক জানান, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ায় লঞ্চটি ডুবে যাচ্ছিল। কোস্টগার্ড সদস্যরা লঞ্চের তিন শ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছেন। পরে তাদের অন্য লঞ্চে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক মো. শাহদাত হোসেন বলেন, লঞ্চটির ধারণ ক্ষমতা ছিল ১৫০ জন কিন্তু নেওয়া হয়েছিল ১৬৫ জন।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

6h ago