পটুয়াখালীতে ১৮টি কচ্ছপসহ ১ ব্যবসায়ী আটক
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ১৮টি জীবিত কচ্ছপসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার বিকালে উপজেলার পাখিমারা বাজার থেকে সুব্রত বিশ্বাস (৫৫) নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
পটুয়াখালী র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাখিমারা বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ১৮ কেজি সমপরিমাণ ১৮টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।
ওই র্যাব কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এ ব্যবসার সঙ্গে জড়িত আছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
তিনি আরও জানান, আটক সুব্রত বিশ্বাস কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত কচ্ছপসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
Comments