ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ, হাসপাতালে ভর্তি

দেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ইউরিন ইনফেকশনের কারণে অসুস্থ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হয়েছেন।
Barrister Rafique-ul Haque-1.jpg
ব্যারিস্টার রফিক-উল হক। ছবি: সংগৃহীত

দেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ইউরিন ইনফেকশনের কারণে অসুস্থ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সাবেক এই অ্যাটর্নি জেনারেলের দুই জুনিয়র আইনজীবী আজ শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তারা জানান, পাঁচ দিন আগে রফিক-উল হককে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিত্সা নিচ্ছেন। তবে, তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকরা বিস্তারিত জানাচ্ছেন না।

২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্যারিস্টার রফিক-উল হক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনজীবী ছিলেন। সেসময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ একাধিক রাজনীতিবিদের হয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago