মা ইলিশ সংরক্ষণ অভিযান

তিন দিনে ৯ কোটি টাকার কারেন্ট জাল আটক, ৬ লাখ টাকা জরিমানা

মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রথম তিন দিনে নয় কোটি ১৩ লাখ চার হাজার টাকা মূল্যের কারেন্ট জালসহ অন্যান্য জাল জব্দ এবং ১৭৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানের পাশাপাশি ছয় লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
hilsha
ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রথম তিন দিনে নয় কোটি ১৩ লাখ চার হাজার টাকা মূল্যের কারেন্ট জালসহ অন্যান্য জাল জব্দ এবং ১৭৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানের পাশাপাশি ছয় লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেশের আটটি বিভাগে ৪৪২টি ভ্রাম্যমাণ আদালত ও তিন হাজার ৫৯টি অভিযান পরিচালনা করে এই জাল জব্দ, কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জব্দ করা মোট জালের দৈর্ঘ্য ৬৫ লাখ ৯৯ হাজার ২০০ মিটার। এ সময় অবৈধভাবে মৎস্য আহরণের কারণে মৎস্য আইনের আওতায় ১৭৮ জন জেলের নামে মোট মামলা করা হয়েছে ২৭৩টি এবং তিন দশমিক ৩৬ মেট্রিক টন ইলিশ মাছ আটক করা হয়।

মা ইলিশ সংরক্ষণে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ।

আইন অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago