বেগমগঞ্জের ঘটনা জাতি হিসেবে আমাদের লজ্জায় ফেলেছে: ডিআইজি
নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনা পুরো জাতিকে লজ্জায় ফেলেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলায় একলাশপুর ফাজিল মাদ্রাসা মাঠে বেগমগঞ্জ মডেল থানা আয়োজনে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘একলাশপুরের ঘটনা জাতি হিসাবে আমাদের লজ্জায় ফেলেছে। এ ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনা ঘটার ১ মাস ২ দিন পর তা প্রকাশ হওয়ায়, বিষয়টি আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সভ্যতা পরিমাপের যত মাপকাঠি আছে তা বিবেচিত হয় ওই সমাজে নারী কতটুকু নিরাপদ তার মাধ্যমে।’
এ ধরনের নেক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সেদিকে কঠোর নজরদারী রাখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে বিঘ্ন সৃষ্টিকারীর সংখ্যা গুটি কয়েক। তাদের শায়েস্তা করার জন্য পুলিশের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। তাদের প্রতিহত করা কঠিন কাজ নয়। ৯৫ ভাগ মানুষ অসহায় হয়ে আছে, ৫ ভাগ মানুষের অত্যাচারের কাছে। খারাপ মানুষের কাছে।’
ডিআইজি বলেন, ‘আমরা জিম্মি হয়ে থাকতে পারি না। তাই, পুলিশকে মানুষের কাছাকাছি যেতে হবে। পুলিশকে কাজের মাধ্যমে তাদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। বিট পুলিশিং কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে।’
সমাবেশে অংশ নেন নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদারসহ সংশ্লিষ্টরা। এসময় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
Comments