৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত

স্টার ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযানের প্রতিবাদে দেশব্যাপী প্রতিদিন তিন ঘণ্টা ইন্টারনেট সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইন্টারনেট সংযোগদাতা ও ক্যাবল অপারেটররা।

আজ শনিবার বিকেলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও বাংলাদেশের ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিওএবি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে।

ভার্চুয়াল এ বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমএ হাকিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি শিগগির সমাধান হবে, মন্ত্রীর এমন আশ্বাসে আমরা আমাদের সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করেছি।’

তিনি বলেন, ‘তাছাড়া বিষয়টি সমাধানে আলোচনার জন্য ডিএসসিসি আগামীকাল মেয়রের সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানিয়েছে। আমরা আশা করি ইতিবাচক আলোচনা হবে।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আগামীকাল প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানাবেন। সুতরাং, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তাদের ধর্মঘট স্থগিত রাখা উচিত। ডিজিটাল বাংলাদেশ গঠনে ইন্টারনেট সরবরাহকারীরা যথেষ্ট অবদান রেখেছেন। সুতরাং, সরকার তাদের যে কোনো যৌক্তিক দাবি গুরুত্ব সহকারে নেবে।’

তিনি জানান, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ডিএসসিসি রবিবার থেকে তার অপসারণ করবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ঝুলন্ত তারের জঞ্জালের অপসারণে গত কয়েকদিন থেকেই অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদে আগামীকাল থেকে প্রতিদিন ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে সেবা বন্ধ রাখার হুমকি দিয়েছিল ইন্টারনেট সংযোগদাতা ও ক্যাবল অপারেটররা।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

14h ago