‘রেললাইনে ঘুমিয়ে’ প্রাণ গেল ৩ যুবকের
নেত্রকোণায় বারহাট্টা উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, দশাল এলাকায় রেললাইনের পাশেই তাদের বাড়ি। মাছ ধরার জন্য শ্যালো মেশিন দিয়ে তারা বাড়ির পাশের পুকুর সেচে ফেলছিলেন। ধারণা করা হচ্ছে, কোনো এক সময় তিন জন রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। শ্যালো মেশিন চলায় হয়তো ট্রেন আসার শব্দ শুনতে পাননি। ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে কাটা পড়ে আব্দুল হাকিমের দুই ছেলে রিপন মিয়া (২৪) ও স্বপন মিয়া (২২) এবং তাদের চাচাতো ভাই মৃত কোরবান আলীর ছেলে মোকলেস মিয়ার (২৪) মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments