কেন জাদেজাকে দিয়ে শেষ ওভার, কারণ জানালেন ধোনি
ম্যাচ জিততে শেষ ওভারে দিল্লি ক্যাপিটালসের দরকার ছিল ১৭ রান। সেঞ্চুরি করা শেখর ধাওয়ানের উপরই ছিল সব নির্ভর।তিনি এক রান নিয়ে প্রান্ত বদল করে দিলে দিল্লির শঙ্কা বাড়ছিল। কিন্তু রবীন্দ্র জাদেজাকে তিন ছয় মেরে হতভম্ব করে দেন অ্যাক্সার প্যাটেল।
শনিবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারের নাটকীয়তায় ৫ উইকেটে ম্যাচ জিতে যায় দিল্লি। চেন্নাইকে কোয়ালিফায়ার থেকে অনেকটা দূরে রেখে চলে যায় টেবিলের শীর্ষে।
অথচ ধাওয়ান সেঞ্চুরি করলেও ম্যাচটা ঝুঁকেছিল চেন্নাই সুপার কিংসের দিকেই। ব্যাট হাতে ১৩ বলে ৩৩ করা জাদেজার উপর ভার পড়েছিল ১৭ রান আটকে দেওয়ার। তিনি টেল এন্ডারের কাছেই মার খেয়ে হিরো থেকে বনেছেন ভিলেন।
ম্যাচ শেষে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানালেন, ডোয়াইন ব্র্যাভোর চোটে পড়ে যাওয়ায় শেষ ওভারের জন্য তার হাতে বিকল্প ছিল কম, ‘ব্র্যাভো ফিট ছিল না। সে বেরিয়ে গিয়ে আর ফেরত আসেনি। বিকল্প ছিল জাড্ডু (জাদেজা) আর করন শর্মা। আমি জাড্ডুকে দিলাম।’
৫৮ বলে ১০১ রান করে দিল্লির নায়ক শেখরকে আউট করার সুযোগ হাতছাড়াও পোড়াচ্ছে ধোনিকে ‘শেখরের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা কয়েকবার তার ক্যাচ ফেলেছি। সে যদি খেলতে থাকে তাহলে স্ট্রাইক রেট বেশি রাখে। উইকেটও পরের দিকে ভাল হয়েছে। কিন্তু শেখরকে কৃতিত্ব না দিয়ে পারা যায় না।’
ম্যাচ জেতার ক্ষেত্র অবশ্য ১৯তম ওভারে করে দিয়েছিলেন স্যাম কারান। শেষ দুই ওভারে ২১ রান দরকার ছিল দিল্লির। এই বাঁহাতি পেসারের ওভার থেকে তারা নিতে পারে মাত্র ৪ রান। ম্যাচে এটাকেও খারাপের মধ্যে একটা পাওয়া হিসেবে দেখছেন চেন্নাই অধিনায়ক, ‘অনেক শিশির ছিল এমন না, কিন্তু পরে ব্যাট করা সহজ ছিল কিছুটা। ওটাই তফাৎ করেছে। প্রথমে ব্যাট করলে আপনি আগেই ১০ রান পেছনে, পরে করলে ১০ রান আগে। ইতিবাচক দিক হলো স্যামের শেষ ওভার। ওয়াইড ইয়র্কার করে সফল হওয়া তার দরকার ছিল। আত্মবিশ্বাস বাড়ানো দরকার ছিল। আজ সে তা করতে পেরেছে।’
Comments