ভিলিয়ার্স আইপিএলের সবচেয়ে প্রভাব ফেলা ক্রিকেটার: কোহলি

অসম্ভব সম্ভব করাই যেন তার কাজ। ম্যাচ পরিস্থিতি যেমনই হোক, কন্ডিশন যাই থাকুক, প্রতিপক্ষে যে বোলারই থাকুন- এবিডি ভিলিয়ার্সের দিনে বাকি সবই আড়ালে পড়ে যায়। তিনি কেড়ে নেন সবখানি আলো। শনিবার তার বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচ জেতার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি বললেন, আইপিএলে এবার সবচেয়ে প্রভাব ফেলা ক্রিকেটার এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।
Virat Kohli and  Ab De Villers
ছবি: আইপিএল ওয়েবসাইট

অসম্ভব সম্ভব করাই যেন তার কাজ। ম্যাচ পরিস্থিতি যেমনই হোক, কন্ডিশন যাই থাকুক, প্রতিপক্ষে যে বোলারই থাকুন- এবিডি ভিলিয়ার্সের দিনে বাকি সবই আড়ালে পড়ে যায়। তিনি কেড়ে নেন সবখানি আলো। শনিবার তার বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচ জেতার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি বললেন, আইপিএলে এবার সবচেয়ে প্রভাব ফেলা ক্রিকেটার এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।

দুবাইতে আগে ব্যাট করে ১৭৭ রান জড়ো করেছিল রাজস্থান রয়্যালস। দেবদূত পাড়িকাল আর বিরাট কোহলির জুটিতে ভালোই এগুচ্ছিল বেঙ্গালুরুর। এক পর্যায়ে ম্যাচটা পরপর ফিরে যান দুজনেই। ম্যাচে ফিরে রাজস্থান।

শেষ দুই ওভারে জিততে বেঙ্গালুরুর দরকার ছিল ৩৫ রান। কাজটা কঠিন। কঠিন কাজই তো ভালোবাসেন ভিলিয়ার্স। জয়দেব উনাদকাটের ১৯তম ওভারের প্রথম তিন বলেই মেরে দেন ছক্কা। ওই ওভার থেকেই আসে ২৫ রান। শেষ ওভারে আরও সহজ সমীকরণে ছক্কায় খেলা শেষ করেছেন এবি।

দলকে জিতিয়ে ২২ বলে ৬ ছক্কায় অপরাজিত ছিলেন ৫৫ রানে। আরও একটি ম্যাচ জেতানো ইনিংস খেলা ভিলিয়ার্সকে নিয়ে তাই উচ্ছ্বাসের কমতি নেই কোহলির,  ‘বোলার কে এটা কোন বিষয় না। এবি এমন একজন খেলোয়াড় যে সব পরিস্থিতির জন্য প্রস্তুত তাকে এবং সেভাবেই নিজেকে মানিয়ে নেয়। আমার চোখে সে আইপিএলের সবচেয়ে প্রভাব বিস্তারকারী ক্রিকেটার। সে যখন শুরু করে প্রতিপক্ষ বুঝে যায় সামান্য হলেও এদের সুযোগ আছে। তার মতন একজন ক্রিজে থাকা মানে আমরা খেলার বাইরে নই।’

ম্যাচ সেরা ভিলিয়ার্স জানান বোলিংয়ে কিছুটা রান বেশি বেরিয়ে যাওয়ায় তিনি নিজেও স্নায়ুচাপে ছিলেন, ‘প্রচণ্ড খুশি (ম্যাচ জিতে)। আমার মনে হয় আমরা আরও ভাল বল করতে পারবে। কিছু রান ছুটে গেছে। যুজি (যুজভেন্দ্র চেহেল) কিছু নো বল করেছে, যা সে করে না। কিন্তু বিরাট আর আমি বসেছি এবং ঠিক করেছি জুটি গড়ে এগুবো। আর সবার মতই এই রান তাড়ায় আমি স্নায়ুচাপে ছিলাম, মানসিক-শারীরিক দখল গেছে।’

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago