ইন্টারনেটসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার

ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান এবং ক্যাবল অপারেটররা দেশব্যাপী সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) তাদের দাবি মেনে নেওয়ায় এই সিদ্ধান্তে আসে তারা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (সিওএবি) এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার দুপুরে নগর ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে এবং বসবাসের উপযোগী করতে নভেম্বরের মধ্যে সবধরনের ক্যাবল অপসারণ করা হবে।’
আইএসপিএবির সভাপতি এমএ হাকিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মেয়র আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের ক্যাবল সরানো বন্ধ করবেন। তাই আমরা ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছি।’
গতকাল সন্ধ্যা ছয়টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে জরুরি বৈঠকের পরে আইএসপিএবি এবং সিওএবি প্রতিদিন তিন ঘণ্টা করে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করেছিল।
এর আগে, গত ১২ অক্টোবর ইন্টারনেট সরবরাহকারী এবং ক্যাবল অপারেটররা জানিয়েছিল ডিএসসিসি তাদের দাবি না মানলে ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে তিন ঘণ্টা তাদের পরিষেবা বন্ধ রাখবে।
Comments