নিখোঁজের ৫ দিন পর বাড়ির উঠোন খুঁড়ে মিললো গৃহবধূর মরদেহ
কক্সবাজারের মহেশখালীতে নিখোঁজের পাঁচ দিন পর গৃহবধূ আফরোজা বেগম (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে স্বামী রাকিব হাসান বাপ্পীর বাড়ির উঠোন খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
মহেশখালী থানার আওতাধীন কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জহির উদ্দীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
গৃহবধূ আফরোজার ভাই মিজানুর রহমান ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম স্বামী মারা যাওয়ার পর চকরিয়ার বদরখালী কলেজের প্রভাষক রাকিব হাসান বাপ্পীর সাথে ৯ মাস আগে আফরোজা বেগমের বিয়ে হয়। বিয়ের পরও রাকিব তার প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতন করায় আদালতে রাকিবের বিরুদ্ধে মামলা করেন আফরোজা। গত ১২ অক্টোবর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না আফরোজার। গতকাল পুলিশ রাকিবের বাড়ির উঠোন খুঁড়ে আফরোজার মরদেহ উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক(এসআই) জহির উদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আফরোজার বাবা বাদী হয়ে চার জনকে আসামি করে মহেশখালী থানায় হত্যা মামলা করেছেন। আসামীরা সবাই পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments